শুক্র ও শনিবার নগরীর যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩

শুক্র ও শনিবার নগরীর যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

Manual5 Ad Code

সিলেট নগরীর কয়েকটি এলাকায় শুক্রবার সাড়ে চার ঘণ্টা ও শনিবার আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual5 Ad Code

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১১ নয়াসড়ক ফিডার ১১ কেভি কালীঘাট ফিডারের আওতাধীন কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদীঘিরপাড়, মাছিমপুর, ছড়ারপর, আমজাদ আলী রোড, কালীঘাট, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদিঘীরপাড়, ডাকবাংলো রোড ও তৎসংলগ্ন আশপাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual8 Ad Code

এ ছাড়া শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন উপশহর ব্লক-ডি, এইচ, আই, জে, ই, এফ, জি, সাদাটিকর, মেন্দিবাগ, শাপলাবাগ, মীরাপাড়া এবং আশপাশের এলাকায় ফিডারের উন্নয়নকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Manual4 Ad Code


 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code