৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে গত ২৫ ডিসেম্বর সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে রাত ১০টায় ট্রাক-কাভার্ড ভ্যান ও অটোরিক্সার (সিএনজি) ত্রিমুখী সংঘর্ষে সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ তৌহিদুর রশিদ চৌধুরী ও তাঁর একমাত্র ছেলে তানহা চৌধুরীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, গত দু’বছরে সিলেটে সড়কে প্রায় ১০ জন বনি আদমের প্রাণ ঝরেছে। সিলেটের স্থানীয় দৈনিকে ২৭ ডিসেম্বর “বেপরোয়া ট্রাক, ঝরছে প্রাণ, নির্দেশনা ভেঙে ঢুকছে মালবোঝাই ট্রাক” শিরোনামে প্রকাশিত সংবাদে বলা হয়, ট্রাফিক বিভাগের নির্দেশনা অনুযায়ী রাত ১০টার আগে নগরীতে ট্রাক প্রবেশের নিয়ম নেই। তারপরও ট্রাক চালকরা নিয়ম ভেঙ্গে নগরীতে ট্রাক চালায়। রাতে সিলেটে ভয়ংকর হয়ে উঠেছে পণ্যবোঝাই ট্রাক। স্পীডব্রেকারের কোন তোয়াক্কা না করে এই ট্রাকগুলো তীব্র গতিতে ছুটে চলে।
স্থানীয় গণমাধ্যমে ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ট্রাফিক) মোঃ মাহফুজুর রহমান বলেন, বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রনে আমরা সাধ্যমত চেষ্টা করি। তিনি বলেন, ট্রাফিক পুলিশ সদস্যরা রাত ১১টা পর্যন্ত সড়কে দায়িত্ব পালন করে।
সচেতন দেশবাসীর প্রশ্ন? তাহলে ১০টার মধ্যেই নগরীতে ট্রাক চলাচল করে কিভাবে? মোটকথা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যত্রতত্র অবৈধ পার্কিং, অবৈধ স্ট্যান্ড ও টং দোকানের কারণেই যান চলাচলে ব্যাঘাত ঘটে এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে সুধীগণ মনে করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনা সময়কালীন সড়কে থাকা দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের কি ভূমিকা ছিল খতিয়ে দেখা প্রয়োজন। সড়কে আর কত বনিআদমের প্রাণ ঝরলে কর্তৃপক্ষের টনক নড়বে।
নেতৃবৃন্দ সিলেটের হুমায়ুন চত্বরে চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুতে নাগরিক সমাজ ক্ষুব্ধ উল্লেখ করে বলেন, এ ঘটনার সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশের কোন গাফলতি থাকলে তাদেরকে আইনের আওতায় আনা সহ দূর্ঘটনার জন্য দায়ীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
নেতৃবন্দ মরহুম ডাঃ তৌহিদুর রশিদ চৌধুরী ও তাঁর একমাত্র ছেলে তানহা চৌধুরীর রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D