সিলেটে ভারতীয় ৫৭ বস্তা চিনিসহ আটক ১, গাড়ি জব্দ

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩

সিলেটে ভারতীয় ৫৭ বস্তা চিনিসহ আটক ১, গাড়ি জব্দ

সিলেট নগরীর নাইওরপুল থেকে ৫৭ বস্তা ভারতীয় চিনি সহ একজনকে আটক করা হয়েছে। এসময় চিনি বহনকাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

সিলেট মহনগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃত রহিম উদ্দিন (২৫) গোয়াইনঘাট উপজেলার মাতুরতল বাজারের লাবু এলাকার মৃত মছন আলীর ছেলে।

জব্দ করা চিনির মূল্য ৪ লক্ষ ১ হাজার ৮শ টাকা বলে জানায় পুলিশ। এ ব্যাপারে এসএমপির কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট