সিলেটে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩

সিলেটে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমনের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক টিম।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মন্ত্রীর সিলেট নগরীর ধোপাদিঘীরপারস্থ বাস ভবনে গিয়ে তার সাথে বৈঠক করেন।

মতবিনিময় সভায় অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস এক্সপার্ট রেবেকা কক্স এবং মিডিয়া এন্ড স্যোশাল মিডিয়া এক্সপার্ট চার্ললটে সুইবেস।

বৈঠক শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড . এ কে আব্দুল মোমেন ।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেছে কিন্তু কোন মতামত ব্যক্ত করেননি তারা।

বাংলাদেশে ভুয়া ভোট হবে না জানিয়ে প্রতিনিধি দলকে তিনি বলেছেন, দেশে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সরকারের শক্তিশালী নির্বাচন কমিশন কাজ করছে। ইসি এমন নির্বাচন করবে যা দুনিয়ার সবাই দেখে শিখবে। সিলেটে সকল প্রার্থীরা নির্বাচনী বিধি মেনে নিজেদের মতো করে ক্যাম্পেইন চালাচ্ছে- কেউ কাউকে বাধা দিচ্ছেনা। সিলেটের রাজনৈতিক সহিষ্ণুতার ঐতিহ্য আছে।

বিএনপির নেতা কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপির কোন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়নি – যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তাদেরকেই আইনশৃংখলা বাহিনী গ্রেপ্তার করেছে।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রীর প্রধান নির্বাচনি কার্যালয় পরিদর্শন করে তারা। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কোন কথা বলতে রাজি হয়নি ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এবারের নির্বাচন কমিশন খুবই শক্তিশালী। ভোট হবে স্বচ্ছ, ভোটকেন্দ্রে সবাই নির্বিঘ্নে ভোট দিতে যাবেন।

তিনি বলেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তাই কারোর লেজুরবৃত্তি করবো না আমরা। বিদেশিরা বাংলাদেশের কাছে অনেক কিছু বিক্রি করতে চায় কিন্তু সরকার জনগনের যা দরকার তাই কিনে, প্রয়োজন না হলে কিছু কেনে না। সেজন্য কিছু দেশ অসন্তুষ্ট হয়ে নানা অভিযোগ তুলে।



এরআগে সিলেটে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির সিলেট বিভাগীয় প্রতিনিধিরা। দুপুর ১২টায় এই বৈঠক শুরু হয় সিলেটের স্থানীয় একটি হোটেলে।

এতে বিএনপির পক্ষে অংশ নেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী।

বৈঠকের বিষয়ে কোনো পক্ষই গণমাধ্যমকে কিছু বলেনি। তবে বিএনপির একটি সূত্র জানিয়েছে, বৈঠকে প্রতিনিধি দলের কাছে দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন ঘিরে বিএনপিসহ বিরোধী দলগুলোর উপর সরকারের যে নির্মম অত্যাচার দমনপীড়নের বিষয়ে তুলে ধরেন তারা। বিএনপির তরফে ইইউ নির্বাচন বিশেষজ্ঞদের তথ্য-প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন কত প্রকাশ্যে সাজানো ও পাতানো। যাকেই ভোট দেয়া হবে, তিনি হয় নৌকার প্রার্থী, না হয় ডামি প্রার্থী, না হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আর বিরোধী দল হিসেবে যাদের দেখানো হচ্ছে, তারা কিভাবে সরকারের সঙ্গে আসন ভাগাভাগির নির্বাচন করছেন। এছাড়া এই পাতানো নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টরা কে কী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সেটিও তুলে ধরা হয়েছে।

তবে বৈঠকে শেষে প্রতিনিধিদল তাদের কোন মতামত ব্যক্ত করেননি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট