সিলেট মহানগর জামায়াতের লিফলেট বিতরণ

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩

সিলেট মহানগর জামায়াতের লিফলেট বিতরণ

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী দুঃশাসনে জাতি আজ অতিষ্ঠ। দেশে আইনের শাসন বলে কিছু নেই। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। সরকার আবারো ২০১৪ ও ১৮ সালের স্টাইলে নির্বাচন দিয়ে গদি দখলের পায়তারা করছে। নির্বাচন কমিশন সরকারী দলের প্রার্থীদের দলীয় কর্মকর্তা হিসেবে কাজ করছে। এই অবস্থা থেকে জাতিকে রক্ষা করতে হলে দেশপ্রেমিক জনতাকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে জাতিকে স্বোচ্ছার হতে হবে। ৭ জানুয়ারীর পাতানো নির্বাচন বর্জন করতে হবে।

বুধবার বিকেলে জামায়াত কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে নগরীর বন্দরবাজার এলাকায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

এসময় মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলামসহ থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বুধবার মহানগরীর সকল থানার উদ্যোগে নগরীর পৃথক স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে নির্বাচনের নামে প্রহসন বন্ধ করতে হবে। নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির আহ্বান জানান তারা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট