শান্তিগঞ্জ বিএনপির প্রচার সম্পাদক দিদার চৌধুরী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩

শান্তিগঞ্জ বিএনপির প্রচার সম্পাদক দিদার চৌধুরী গ্রেপ্তার

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামে মৃত ছালেহ আহমদ এর ছেলে হিফজুর রহমান চৌধুরী দিদার আহমদ (৪৫) কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।তাকে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হিফজুর রহমান চৌধুরী দিদার উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায় গত ২ নভেম্বর পাগলা বাজারের পূর্ব পাড়ে পিকেটিং করে বিএনপি, এ সময় একটি পিকআপ ভ্যান ভাংচুর করেন তারা। পুলিশের দায়েরকৃত মামলায় তিনি ৭ নং আসামী ছিলেন। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। তিন যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতামূলক কার্যে লিপ্ত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি) কাজী মুক্তাদির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাকে নাশকতা মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট