৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩
সিলেট নগরীর ঘাসিটুলা থেকে এক কিশোরী অপহরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১১ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় ঘাসিটুলাস্থ সেলিম মিয়ার বাসার সামনের রাস্তায়।
এ ব্যাপারে অপহৃতার মাতা মাহমুদা বেগম (৩৫) বাদী হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে ২/৩ জনকে অজ্ঞাতনামা রেখে একটি অভিযোগ দায়ের করেন। মামলা নং- ২০, তাং ১৪/১২/২৩ ইং।
অভিযোগ দায়ের এরপর অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে থানা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সুমন মন্ডলকে তদন্তভার অপর্ণ করা হলে গোপন সংবাদের ভিত্তি এসআই সুমন মন্ডল একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে এসএমপি’র মোগলাবাজার থানাধীন নগারী ২৭নং ওয়ার্ডের নিজ গোটাটিকর এলাকার মইনুদ্দিনের কলোনীর ২নং ঘরের সামন থেকে ভিকটিমকে উদ্ধার এবং দুই আসামীকে গ্রেফতার করেন। পরবর্তীতের তাদের দেয়া তথ্যের ভিত্তি বাকী ৩জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামলার আসামীরা হচ্ছে- ১. উসমান (৩৫), পিতা- আব্দুর রশিদ ও মাতা- ছয়ফুল বিবি, গ্রাম- মুন্সিরগাঁও, ডাকঘর- কামালবাজার, থানা- দক্ষিণ সুরমা, ২. শিপন আহমেদ (২৪), পিতা- আনা মিয়া, মাতা- দিলা বেগম, গ্রাম- বাঘা সোনাপুর, ডাকঘর- পরগনাবাজার, থানা- গোলাপগঞ্জ, ৩. মুহিব আহমদ (৩০), পিতা- মৃত আজমত উল্লাহ, সাং বরইকান্দি, রোড নং-৪, থানা- দক্ষিণ সুরমা, ৪. রানা মিয়া (২৫), পিতা- সেলিম মিয়া, সাং- ঘাসিটুলা (সেলিম মিয়ার বাসা), থানা- কোতোয়ালী, ৫. দুদু মিয়া (৪০), পিতা- অজ্ঞাত, সাং- শাহপুর, থানা- জালালাবাদ, সর্বজেলা সিলেট।
বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ সিলেটে আসামীদের হাজির করা হলে, আদালত আসামীদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বর্তমানে ৫ আসামীর সবাই সিলেট কেন্দ্রীয় কারাগারে আছে।
ভিকটিম ধর্ষিত হয়েছে কি-না তা জানার জন্য ডাক্তারী পরীক্ষা নিরীক্ষার নিমিত্তে ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের আরশ আলী চিকিৎসার জন্য স্ত্রী মাহমুদা বেগম ও কিশোরী মেয়েকে সাথে নিয়ে গত গত ১১ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। অসুস্থ আরশ আলী স্ত্রীকে সাথে নিয়ে সিরিয়ালে দাঁড়ায় এবং মেয়েকে সিলেট নগরীর ঘাসিটুলায় এক আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেন। সকাল ১০টার দিকে মেয়ের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার বাবার মোবাইল নং- ০১৭২২-৪২১৮১৭ তে ফোন করে জানায় যে, তাকে কয়েকজন লোক জোর পূর্বক ১টি সিএনজি অটোরিক্সাতে তুলে অপহরণ করে নিয়ে যাচ্ছে।
সংবাদটি পাওয়ার পর ভিকটিমের মাতা মাহমুদা বেগম তার অসুস্থ স্বামী আরশ আলী ও আত্মীয়-স্বজনদের সাথে নিয়ে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে মেয়ের সন্ধান না পেয়ে মাহমুদা বেগম বাদী হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D