জৈন্তাপুরে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় শাড়িসহ যুবক আটক

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

জৈন্তাপুরে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় শাড়িসহ যুবক আটক

সিলেটের জৈন্তাপুর থেকে ৪৯৯টি ভারতীয় শাড়ি উদ্ধারসহ ফয়সাল আহমেদ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে যায়।

আটক ফয়সাল গোয়াইনঘাট উপজেলার রাধানগর গ্রামের মোজাম্মিল আলীর ছেলে। এসময় চোরাই পণ্য পরিবহণের দায়ে ১টি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।

তিনি জানান, শুক্রবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে জৈন্তাপুর মডেল থানার এসআই (নি.) রসুল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের চাঁনঘাট এলাকায় ফতেহপুর-গোয়াইনঘাট পাকা রাস্তার উপর থেকে এসব চোরাই শাড়ি আটক করে। যার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা।

আটক আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট