১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর সমর্থনে মতবিনিময় করেছেন সিলেটস্থ বিশ্বনাথ ও ওসমানীনগরবাসী।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত আটটায় জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, শফিকুর রহমান চৌধুরী আপাদমস্তক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে অন্তঃপ্রাণ। মাননীয় প্রধানমন্ত্রী তাকে অত্যন্ত স্নেহ করেন। বঙ্গবন্ধু কন্যার আস্থার প্রতিদান দিয়ে তিনি সিলেট-২ আসন পুনরুদ্ধার করেছিলেন। পরবর্তীতে তিনি এই আসনে বিপুল উন্নয়ন কর্মযজ্ঞ করেন। গেল দুইবার তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পেলেও কখনো এই আসনের জনগণকে ভুলে যাননি। সুখে-দুঃখে সবসময় বিশ্বনাথ ও ওসমানীনগরবাসীর পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।
প্রধান বক্তা আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও দেশরত্ন শেখ হাসিনার স্নেহভাজন শফিক চৌধুরী প্রবাস থেকে এসে সিলেট-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এই এলাকার মাটি ও মানুষের উন্নয়ন অক্লান্ত পরিশ্রম করেন। তিনি এমপি থাকাবস্থায় জননেত্রীর নির্দেশে দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে মনোনয়ন প্রত্যাহার করেন। গত দশ বছরে তিনি এই এলাকা ছাড়েন নাই, নিঃস্বার্থ কাজ করে গেছেন। বিশ্বনাথ ও ওসমানীনগরের উন্নয়নে তাকে আবারও প্রয়োজন। আমরা সকল বিভেদ ভুলে একসাথে তার পাশে থাকবো।
মতবিনিয়কালে শফিকুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোলমডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। অবিস্মরণীয় উন্নয়ন হয়েছে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে। কিন্তু সিলেট-২ আসনে গত দশ বছর আওয়ামী লীগের কোন সংসদ সদস্য না থাকায় উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে পড়েছে।
তিনি বলেন, বিগত সময়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে সকলক্ষেত্রে সমভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছি। এই এলাকার মানুষের কাছ থেকে কখনো সরে যাইনি। সুখে-দুঃখে তাদের পাশে রয়েছে। আমি মানুষের ভালোবাসা পেতে চাই, তাদের সেবা করতে চাই। ভবিষ্যতে যদি পুনরায় আমি এই আসনের জনগণের সেবার সুযোগ পাই, তবে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও জনগণের ঋণ পরিশোধ করার চেষ্টা করে যাব।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি একেএম সামিউল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী পিপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাছ উদ্দিন, লন্ডন আওয়ামী লীগের সহসভাপতি আনহার মিয়া।t
ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলু ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদের যৌথ পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, অধ্যক্ষ সিরাজুল হক, বীরমুক্তিযোদ্ধা মুহিবুর রহমান কিরণ, বীরমুক্তিযোদ্ধা আফতাব আহমদ, বীরমুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, অধ্যাপক লিয়াকত শাহ ফরিদী, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুছ, অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী, এটিএম শোয়েব, অধ্যক্ষ নেছার আহমদ, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক হাবিবুর রহমান খসরু, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুছ আফিয়া রশীদ, শ্যামাকান্ত চক্রবর্তী, সাংবাদিক বশির আহমদ, ব্যাংকার মখদ্দছ আলী, টিটু ওসমানী, শেখ আজাদ, ডা. ময়নুল ইসলাম ডালিম, ডা. নজরুল ইসলাম মতিন, ডা. সামছুল ইসলাম, ডা. শামসুর রহমান, ফখরুল ইসলাম মতছিন, অ্যাডভোকেট মো. আলমগীর, অরুনোদয় পাল ঝলক, সাহেদ আহমদ মুছা, আরশ আলী গণি, আলাউর রহমান আলা, তফজ্জুল হোসেন, ফেরদৌস খান, ডি.কে. জয়ন্ত, পংকজ পুরকায়স্থ, চঞ্চল পাল, অ্যাডভোকেট জুবায়ের বখত, সিরাজুল ইসলাম, আজিজ আহমদ সুমনসহ বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। কিন্তু বিগত দুই নির্বাচনে আওয়ামী লীগের কোন প্রার্থীকে সিলেট-২ আসনে মনোনয়ন দেওয়া হয়নি। যার ফলে উন্নয়নের ক্ষেত্রে বিশ্বনাথ ও ওসমানীনগর অনেকটা পিছিয়ে গেছে। উন্নয়নের মহাসড়কে সামিল করতে সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়োজন। সিলেট-২ আসনের মানুষের কাঙ্খিত উন্নয়নে শফিকুর রহমান চৌধুরীকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D