ক্যাব সিলেট এর র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

ক্যাব সিলেট এর র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

সারাদেশের ভোক্তাগণ এবং অবৈধ সিন্ডিকেটের হাতে জিম্মি অবৈধ সিন্ডিকেট ভাঙ্গা এবং পৃথক ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট এর উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বন্দরবাজার কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট শাখার সভাপতি জামিল চৌধুরী।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারভেজ আহমদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যাপক এম শফিকুর রহমান, সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ সাংবাদিক সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক মো. দুলাল হোসেন, সদস্য চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, ডা. আব্দুর রকিব, সালাউদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম আমিন।

মানববন্ধনে বক্তারা বলেন, এক শ্রেণীর অবৈধ সিন্ডিকেটের হাতে জাতি আজ জিম্মি হয়ে পড়েছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এহেন অবস্থায় সরকারের উচিৎ এ সকল অবৈধ সিন্ডিকেট ভেঙ্গে দেয়া। কিন্তু কোন এক অদৃশ্য কারণে ভোক্তাদের অধিকার খর্ব করা হচ্ছে।

বক্তারা অবিলম্বে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সরকারকে জোর পদক্ষেপ নিতে হবে। বক্তারা ভোক্তা-ক্রেতাদের কথা বিবেচনা করে পৃথক ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় গঠনের জোর দাবি জানান। বিজ্ঞপ্তি