সিলেটে চলছে না বাস, মহাসড়কে ড্রাম-গাছ ফেলে অবরোধ

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩

সিলেটে চলছে না বাস, মহাসড়কে ড্রাম-গাছ ফেলে অবরোধ

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সিলেটে চলছে না কোনো বাস। সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। তবে সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি সামান্য পরিমাণে চলছে।

এদিকে, দূরপাল্লার বাস বন্ধ থাকায় চাপ বেড়েছে ট্রেনে। সকাল থেকেই সিলেট হতে শিডিউলমতো ছেড়ে গেছে সকল ট্রেন।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন- যাত্রী নেই তাই সিলেটে কোনো বাস চলছে না। তাছাড়া পথে বের হলে গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই পরিবহণ শ্রমিকরা গাড়ি নিয়ে বের হতে চাচ্ছেন না।

সিলেট রেল স্টেশন মাস্টার মুহাম্মদ নুরুল ইসলাম বলেন- সিলেটের ট্রেন যোগাযাগ স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো যথাসময়ে সিলেট ছেড়ে গেছে ট্রেন। তিনি বলেন- আজ ট্রেনে যাত্রীর চাপ একটু বেশি। হয়তো বাস চলছে না এজন্য এমন হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টায় অবরোধ কর্মসূচির শুরুতে সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে অবরোধকারীরা।

জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর ধর্মদা গ্রামের রাস্তার সামনে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে বিশ্বনাথ উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে যানজট সৃষ্টি হয়। তবে তা বেশিক্ষণ স্থায়ী ছিল না।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথ উপজেলা বিএনপি ও ছাত্রদলের ৭-৮ জন নেতাকর্মী টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ এসে আগুন নেভায়।

এদিকে, সকাল সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে র‍্যাব-৯, বিজিবি ও সিলেট মেট্রোপলিটন পুলিশকে টহল দিতে দেখা যায়।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন- টায়ারে আগুন জ্বালিয়ে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। আমরা এসে কাউকে পাইনি।

সকাল সোয়া ৯টার দিকে দক্ষিণ সুরমার তেতলি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ড্রাম ও গাছ ফেলে ‘পিকেটিং’ করেছেন অবরোধকারীরা।

খবর পেয়ে দ্রুত থানাপুলিশ গিয়ে সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে দেয়। পুলিশ দেখে সরে যান পিকেটাররা। এর আগে তারা খাদ্যপণ্যবাহী একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করেন।

জানা গেছে, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের নেতৃত্বে তেতলিতে পিকেটিং করা হয়।

সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার অতিরবাড়িতে সিলেট-ঢাকা মহাসড়কে রাস্তায় গাছ ফেলে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুজনকে আটক করেছে পুলিশ।

এর আগে সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমার গালিমপুর এলাকায় চান্দাইমুখীর রাস্তার মুখে সিলেট-ঢাকা বাইপাস সড়কে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে পিকেটাররা। এসময় গাড়িটিতে ভাঙচুরও চালায় তারা।

তবে বাসের যাত্রীরা গাড়ির টায়ারে লাগা আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পিকেটাররা পালিয়ে যায়।

এছাড়া দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা।

তিন দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত-বিএনপি। সোমবার দিবাগত রাত ১২টা থেকে এ অবরোধ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌ-পথ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে অবরোধকারী।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট