সিলেট শাহী ঈদগাহ’র মোতাওয়াল্লী জহির বখত্ আর নেই

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩

সিলেট শাহী ঈদগাহ’র মোতাওয়াল্লী জহির বখত্ আর নেই

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ’র  ও কাজিটুলা জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব জহির বখত্ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসাধিন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।

তাঁর নামাজে জানাজা মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ২টায় শাহী ইদগাহ মাঠে অনুষ্টিত হবে।

নগরীর কা কাজিটুলার বাসিন্দা জহির বখত্ সাম্প্রতিককালে জটিল হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ও ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সোমবার (৩০ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি জহির বখত্ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, শাহী ঈদগার মোতাওয়াল্লির গুরুদায়িত্ব পালনে তিনি অত্যন্ত সাফল্যের পরিচয় দিয়েছেন। তাঁর মতো একজন নিষ্ঠাবান ও ধর্মপ্রাণ মানুষের মৃত্যুতে সিলেটবাসী একজন গুণী মানুষ হারালেন। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি। তিনি মরহুম জহির বখত্ এর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট