গাজায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

গাজায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসনের টানা ১৭ দিন পার করলো ইসরায়েল। ইহুদিবাদী দেশটি বৃষ্টির মতো বিমান হামলা চালিয়ে যাচ্ছে। অব্যাহত বোমাবর্ষণে গাজায় নিহত মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। খবর আলজাজিরার।

সোমবার (২৩ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ৫ হাজার ৮৭ জন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে হাজারের বেশি শিশু রয়েছে। এ ছাড়া ১৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮২ শিশুসহ অন্তত ৪৩৬ জন নিহত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি হামলায় অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত প্রায় একশ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় দুই হাজার ফিলিস্তিনি।
অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪০০ জনের বেশি। এ ছাড়া আহত হয়েছে আরও সাড়ে চার হাজারের বেশি মানুষ।
ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যেসব হাসপাতালের পাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে সেগুলো হচ্ছে, আল-শিফা, এটা গাজার সবচেয়ে বড় হাসপাতাল। এছাড়াও রয়েছে আল-কুদস এবং ইন্দোনেশিয়ান হাসপাতাল।

ইসরায়েলের কট্টর প্রতিরক্ষামন্ত্রী ইতামার বেন-গিভির বলেন, হামাস যদি তাদের হাতে আটক সব জিম্মিদের মুক্তি দিতে রাজি না হয়, তাহলে ওই এলাকায় “ত্রাণ সরবরাহ চলমান” রাখার কোন গ্যারান্টি বা নিশ্চয়তা দেয়া যাবে না।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা চালাতে গাজা সীমান্তে বহু সেনা ও সমরাস্ত্র জড়ো করেছে ইসরায়েল।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট