কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় অজ্ঞাত মহিলা নিহত

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় অজ্ঞাত মহিলা নিহত

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাক চাপায় অজ্ঞাত এক মহিলা নিহত হয়েছেন। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় কোম্পানীগঞ্জ উপজেলার লাছুখাল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার সন্ধ্যায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ লাছুখাল এলাকায় পথচারী অজ্ঞাত মহিলাকে ট্রাক চাপা দেয়। তাৎক্ষনিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নিহত অজ্ঞাত মহিলা ভবঘুরে ছিলেন বলে জানায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, ভবঘুরে নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় একটি ট্রাক আটক করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট