বিশ্বনাথে ছাত্রদলের দু’পক্ষে পাল্টাপাল্টি মামলা

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

বিশ্বনাথে ছাত্রদলের দু’পক্ষে পাল্টাপাল্টি মামলা

সিলেটের বিশ্বনাথে ছাত্রদলের দু’গ্রুপের হামলা পাল্টা হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

গত ১১ অক্টোবর রাতে দলীয় কোন্দলে উপজেলা ছাত্রদল নেতা রায়হান আহমদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

ওইদিন গুরুতর আহত অবস্থায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় ১৩ অক্টোবর রাসেল আহমদের বড় ভাই ফয়সল আহমদ বাদী হয়ে ৭জন দলীয় নেতাকর্মীর নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং-৫/২৩ ইং)। মামলায় আরও ৫/৭জনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে।

এই মামলায় সোহাগ আহমদ নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়াও একই দিনে ছাত্রদল নেতা রায়হান আহমদের উপর পাল্টা হামলার দাবি করে ওই মামলার ৪দিন পর ১৭ অক্টোবর থানায় পাল্টা মামলা করেছেন তার খালাতো ভাই কামরান হোসেন। (মামলা নং- ৯/২৩ইং)। আর এই মামলায় ছাত্রদল নেতা রাসেল আহমদ ও তার ভাই মামলার বাদী ফয়সল আহমদসহ ৯ জন দলীয় নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এছাড়াও এই মামলায় ১০/১২জনকে অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, নিখোঁজ এম ইলিয়াস আলীর বাড়ি থেকে মিটিং শেষে ফেরার পথে দলীয় কোন্দলের জের ধরে এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট