কমলগঞ্জে সহস্রাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

কমলগঞ্জে সহস্রাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে সহস্রাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে ইউপি সদস্য ধনা বাউরীর পারিবারিক উদ্যোগে নিজ বাড়িতে প্রতিবছরের ন্যায় এবছরও সহস্রাধিক মানুষের মাঝে শাড়ী, ধুতি, শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি বিতরণ করা হয়।

ইউপি সদস্য ধনা বাউরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। মিরতিংগা চা বাগানের প্রাথমিক চিকিৎসক সঞ্জয় বাউরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মিরতিংগা চা বাগানের সহকারী ব্যবস্থাপক রেজাউল হায়াত ইমন, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাতী, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, আওয়ামীলীগ নেতা নরোত্তম বর্ধনসহ চা বাগানের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ইউপি সদস্য ধনা বাউরী বলেন, ‘আমরা প্রতিবছরের ন্যায় এ বছরও ২ হাজার মানুষের মাঝে শাড়ী, ধুতি, শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি বিতরণ করেছি। আমাদের এ কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। পুজার আনন্দ ভাগাভাগি করতে আমাদের এ আয়োজন। পুজার উপহার পেয়ে সবার মুখে হাসি দেখেছি এতেই আমি খুশি। আমি ও আমার পরিবার সকলের আশীর্বাদ চাই।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট