১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩
অবরুদ্ধ গাজার একটি হাসপাতালে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। কয়েকশত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-আহলি নামক ওই হাসপাতালে হাজারো মানুষ চিকিৎসা ও নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিল।
এছাড়া জাতিসঙ্ঘ পরিচালিত একটি স্কুলেও হামলা চালিয়েছে ইসরাইল, যেটি উদ্বাস্তুদের জন্য আবাসন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
হাসপাতালে এ হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। সংস্থাটি বেসামরিক লোকদের নিরাপত্তার আহ্বান জানিয়েছে।
বর্বরোচিত এ হামলার নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক, মিসরও।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ বিষয়ে নিন্দা জানিয়েছে।
এদিকে, মারওয়ান বিশারা নামে একজন সিনিয়র রাজনৈতিক বিশেষজ্ঞ আলজাজিরাকে বলেছেন, গাজায় যা ঘটছে তা প্রকৃতই ও লক্ষ্যস্থাপন করা গণহত্যা।
এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলের বর্বরোচিত এ হামলায় নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
সূত্র : আলজাজিরা
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D