সপ্তাহে ৪ দিনের বেশি কাজ করা উচিত নয়

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭

সপ্তাহে ৪ দিনের বেশি কাজ করা উচিত নয়

কর্মস্থলে বেশিক্ষণ থাকলেই বেশি কাজ হয়- এই ভুল ধারণা এবার ঝেড়ে ফেলার সময় হয়েছে। সপ্তাহে চার দিনের বেশি কাজ করা কখনোই উচিত নয়। সাম্প্রতিক এক পরীক্ষার পর গবেষকরা এ তথ্য জানিয়েছেন।

সপ্তাহে চার দিনের বেশি কাজ করলে প্রোডাক্টিভিটি কমে যায়। এরপরেও কাউকে দিয়ে কাজ করালে সংস্থার কোনো উপকার তো হয়ইনা, বরং কর্মচারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গবেষক কে অ্যান্ডার্স এরিকসন জানাচ্ছেন, নির্দিষ্ট সময়ের পরেও কাউকে দিয়ে অতিরিক্ত কাজ করালে তাতে সংস্থার টার্ন ওভার কমবে বই বাড়বে না। অতিরিক্ত সময় কাজ করেন যে সব কর্মচারীরা, তারা বেশ কিছু বদঅভ্যাসের শিকার হন।

যে সব কোম্পানির ম্যানেজাররা তাদের ওয়ার্ক উইক কমিয়ে চার দিনে নামিয়ে এনেছেন, তারা উল্লেখযোগ্য টার্ন ওভার পেয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারায় খুশি কর্মীরা প্রয়োজনে অতিরিক্ত কাজ করতে অসন্তুষ্ট হন না। ফলে কাজের মান আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলে জানাচ্ছেন তারা।