সিলেটে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান, ফিজাকে জরিমানা

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

সিলেটে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান, ফিজাকে জরিমানা

সিলেট নগরীর উপশহরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দোকানে মূল্য তালিকা না থাকা, খাদ্যে ভেজাল ও অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে উপশহরস্থ ফিজা এন্ড কোম্পানির শো-রুমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সিলেট নগরীর উপশহর এলাকায় এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থ।

মূলত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দামের ঊর্ধ্বগতি ঠেকাতে এ অভিযান চালায় দেশের আধা-বিচারিক সরকারি এ সংস্থাটি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, রমজানকে সামনে রেখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দোকানে মূল্য তালিকা না থাকা, খাদ্যে ভেজাল থাকায় জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়েছে। রমজানে যাতে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে অস্থিতিশীল পরিবেশ যেনো সৃষ্টি করতে না পারে সেজন্য জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট