সম্মিলিত আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করেত হবে : কাইয়ুম চৌধুরী

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩

সম্মিলিত আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করেত হবে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ শুধু বিএনপি কিংবা বিরোধী মতের মানুষদেরই নির্যাতন করছে না। তাদের নির্যাতনে দেশের কৃষক, শ্রমিক, জনতা সবাই অতিষ্ঠ। কৃষকরা ফসল ফলানোর জন্য সার পাচ্ছেনা, বীজ পাচ্ছেনা, ডিজেলের মূল্যবৃদ্ধির কারনে সেচে পানি দিতে পারছে না। আমরা বীরের জাতি। ১৯৭১ সালে যেভাবে এদেশের সর্বস্থরের মানুষ সম্মিলিত ভাবে মুক্তিযুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছিল, ঠিক সেভাই সর্বস্থরের মানুষকে সম্মিলিত ভাবে আন্দোলন সংগ্রামে শরিক হয়ে এই জালিম সরকারের পতন নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় ফেঞ্জুগঞ্জ উপজেলা কৃষকদলের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা কৃষক দলের আহবায়ক শহিদ আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুলের সঞ্চালনায় সম্মানিত অতিথির হিসেবে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি ও সাধারণ সম্পাদক তসিলম আহমদ নেহার।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট