টাকা পাওনা অভিযোগে মামলা, ৬০ জন জনপ্রতিনিধির জামিন

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

টাকা পাওনা অভিযোগে মামলা, ৬০ জন জনপ্রতিনিধির জামিন

টাকা পাওনার অভিযোগে দায়ের করা মামলার জামিন পেয়েছেন সিলেটের গোলাপগঞ্জের ৬০জন জনপ্রতিনিধি।

বুধবার (২২ ফেব্রুয়ারী) সিলেট জুডিশিয়াল মাজিস্ট্রেটের আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে উপজেলার ৬৬ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে গত ১ জানুয়ারী মামলা করেন জেলা পরিষদ নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থী মুজিবুর রহমান।

বুধবার সিলেটের জুডিশিয়াল ম্যাজেস্ট্রিটের আদালতে উপজেলার ৬০জন জনপ্রতিনিধি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এরপর তাদের জামিন দেন সংশ্লিষ্ট বিচারক।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি ও বিবাদিদের আইনজীবি শাহ মোঃ মোসাহিদ আলী।

উল্লেখ, জেলা পরিষদের নির্বাচনের প্রায় দেড়মাস পর গত ১ জানুয়ারি সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে উপজেলার ৬৬জন জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরাজিত সদস্য প্রার্থী এডভোকেট মোঃ মুজিবুর রহমান। মামলায় তিনি বিবাদীদের কাছে বিভিন্ন অংকের টাকা পান বলে দাবী করেছেন। এরপর ফুসে উঠেন উপজেলার জনপ্রতিনিধিরা। তারা মানববন্ধনসহ একের পর এক বিভিন্ন কর্মসূচী পালন করেন।