দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কবীর চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩

দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কবীর চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেট হযরত শাহজালাল (রহঃ) দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র সভাপতি কবীর চৌধুরীর রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল গত ৮ ফেব্রুয়ারি বুধবার রাতে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম চৌধুরী, আজিমুল করিম চৌধুরী, ফয়েজ আহমদ চৌধুরী,
সমিতির নবনির্বাচিত সভাপতি সামসুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, সিনিয়র সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, অর্থ সম্পাদক সাকের আহমদ চৌধুরী, এম.এন মুর্শেদ আহমদ টিপু, আবুল খায়ের মাহবুব, হেলাল মিয়া, সাজিদুর রহমান, বুলবুল আহমেদ বুলু প্রমুখ।
দোয়া মাহফিলে কবীর চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, হযরত শাহজালাল (রহঃ) দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সিলেটের সভাপতি কবীর চৌধুরী গুরুত্বর অসুস্থ অবস্থায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য সমিতির পক্ষে থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট