খাদিজা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৬

Manual3 Ad Code

বহুল আলোচিত ছাত্রলীগ নেতা বদরুল আলমের দ্বারা বর্বর হামালার শিকার সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগম নার্গিস প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পুনরায় নতুনভাবে জীবন শুরু করতে চান।

খাদিজার বাবা মাসুক মিয়া এমন তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

Manual6 Ad Code

তিনি বলেন, আমরা মনে করি, প্রধানমন্ত্রী খাদিজার এ ইচ্ছাটাও পূরণ করবেন।

Manual4 Ad Code

এদিকে খাদিজার শারীরিক অবস্থা সম্পর্কে মাসুক মিয়া বলেন, ক্রমেই সুস্থ হয়ে উঠছে খাদিজা। তবে এখনো স্বাভাবিক হতে পারেনি। তার বাঁ হাত ও বাঁ পা এখনো অবশ হয়ে আছে। ঠিকমতো চলাফেরাও করতে পারে না। অন্য কারো সহযোগিতায় তাকে চলাচল করতে হচ্ছে। কথাবার্তা বললেও সেটা একেবারেই স্বাভাবিক নয়। চিকিৎসকেরা বলেছেন, কিছুদিন পর খাদিজা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তিনি দেশবাসীর কাছে ফের দোয়া কামনা করেছেন।

Manual7 Ad Code

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বদরুল আলম সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় অস্ত্রসহ জনতার হাতে ধরা পড়ে বদরুল আলম।

Manual1 Ad Code
Manual2 Ad Code