রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটনের ২০১৬-১৭ রোটাবর্ষের বোর্ড অব ডাইরেক্টরসদের অভিষেক অনুষ্ঠান গত ১৮ ডিসেম্বর নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সাহেদ হুসাইনের সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান পিপি কপিল উদ্দিন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজের সহকারী প্রফেসর, বিশিষ্ট নাট্য অভিনেতা ডা. শাহ মোহাম্মদ এজাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী জেলা-৩২৮২ এর জেলা গভর্নর রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী, সাবেক জেলা গভর্নর রোটারিয়ান মনজুরুল হক চৌধুরী, জেলা গভর্নর ইলেক্ট রোটারিয়ান ডা. তায়্যিাব চৌধুরী।
রোটারিয়ান জালাল আল কাদরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে রোটারী প্রত্যয় পাঠ করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মনজুর আহমদ খান। আউট গোয়িং প্রেসিডেন্ট রোটারিয়ান ইফতিয়াক হোসেন মঞ্জু বর্তমান ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সাহেদ হুসাইন এর কাছে কলার হস্তান্তর এবং আউটগোয়িং সেক্রেটারী সি.এম মোত্তালিব বর্তমান সেক্রেটারী মামুনুর রশীদের কাছে ক্লাবের চার্টার হস্তান্তর করেন। ডেপুটি গভর্নর পিপি কপিল উদ্দিন বাবলুর স্বাগত বক্তব্যের পর বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান ফেরদৌস আলম।
অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ক্লাবের সদস্য রোটারিয়ান ফাতেহা খানম, রোটারিয়ান জামাল উদ্দিন, কয়েস উদ্দিন, রোটারিয়ান বোরহান উদ্দিন, রোটারিয়ান দোলন, আয়াস একরার, বদরুজ্জামান, মিজান, বাবুল শেখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ৩২৮২’র নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, জেলা সেক্রেটারী, পরিবারের সদস্য সহ প্রায় তিন শতাধিক রোটারী সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট