কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে পল্লী চিকিৎসক খুন

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২২

কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে পল্লী চিকিৎসক খুন

সিলেটের কোম্পানীগঞ্জে পূর্ব বিরোধের জেরে নিজাম উদ্দিন নামে এক পল্লী চিকিৎসক খুন হয়েছেন। রোববার (২ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের রাজাপুর গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত নিজাম উদ্দিন (৪৫) রাজাপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা।

স্থানীয়রা জানান, নিজাম উদ্দিন কোম্পানীগঞ্জের পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। পাশপাশি পাড়ুয়া বাজারে ফার্মেসি পরিচালনা করতেন। স্কুল বন্ধ থাকায় বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় বাজার থেকে নিজাম উদ্দিন ও তার এক আত্মীয় বাড়িতে পৌঁছালে আগে থেকেই ওৎপেতে থাকা তার বাড়ির চাচা ও চাচাতো ভাইয়েরা মিলে তার উপর হামলা চালায়। হামলাকারীরা রড, শাবল ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি নিজাম উদ্দিনের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, নিজাম উদ্দিন খুবই নিরীহ ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তিনি ৪ সন্তানের জনক। বড় ছেলে কোরআনে হাফেজ। বাকিরাও মাদ্রাসায় পড়েন। সংসারে তার স্ত্রী, ৪ সন্তান, মা আর একমাত্র ছোট ভাই রয়েছেন। তবে ছোট ভাইটি প্রতিবন্ধী।

এদিকে নিজাম উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন জায়গায় তার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট