মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ১২তম সিন্ডিকেট সভা আজ ইউনিভার্সিটির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন-এর সভাপতিত্বে উক্ত সভায় গত সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন, অত্র টার্মে পাশকৃত ছাত্র-ছাত্রীদের ফলাফল, রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি, শিক্ষক ও কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও শিক্ষা ছুটি এবং একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান, বোর্ড অব ট্রাস্টিজ এবং উপাচার্য মনোনীত একাডেমকি কাউন্সিল ও সিন্ডিকেট সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসান সেন, কোষাধ্যক্ষ অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান, সামাজিক ও মানবিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক এবং রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট