নবীগঞ্জের ডাকাত সর্দার আমিনুর জাফলং থেকে আটক

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৬

গোয়াইনঘাট প্রতিনিধি ॥ গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা থেকে নবীগঞ্জের ডাকাত সর্দার পুলিশের হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্জ এস আই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে ও গোয়াইনঘাট থানার পুলিশের সহযোগিতায় জাফলং মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ধৃতের নাম আমিনুল ওরফে আমিনুর (৩৮)। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামের সফাত উল্লাহর পুত্র।
পুলিশ সূত্র জানায়, ধৃত আমিনুলের বিরুদ্ধে নবীগঞ্জ ও জগন্নাথপুর থানায় চুরি, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তার এক বছরের সাজা প্রদান করা হয়েছে।
ইনাতগঞ্জ ফাড়ির ইনর্চাজ এসআই ধর্মজিৎ সিনহা বলেন, ডাকাত আমিনুল এক বছরের সাজা প্রাপ্ত আসামী। সে একাধিক চুরি ও ডাকাতি মামলার পলাতক আসামী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট