জেলা পরিষদ নির্বাচন : সিলেটে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের নির্বাচন স্থগিত

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৬

আগামী ২৮ ডিসেম্বরের জেলা পরিষদ নির্বাচনে সিলেট জেলার ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে চেয়ারম্যান ও মহিলা সদস্যদের নির্বাচন নির্ধারিত সিডিউল মোতাবেক অনুষ্ঠিত হবে। কোন কারণে এমন সিদ্ধান্ত নেয়া হলো তার বিস্তারিত জানায়নি নির্বাচন কমিশন।শুক্রবার দুপুরে সিলেটের সিনিয়র নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সংক্রান্ত নির্বাচন কমিশনের পাঠানো চিঠির অনুলিপি প্রতিদ্বন্দ্বী  সকল সদস্য প্রার্থীদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।
আজিজুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার নির্বাচন কমিশন থেকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা তাদের জানানো হয়েছে। তবে বিস্তারিত কারণ জানানো হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট