দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিরোধীরা আন্দোলন করলে গ্রেফতার না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২

দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিরোধীরা আন্দোলন করলে গ্রেফতার না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিছু মানুষ নানা অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধি করছে, বিশ্ব পরিস্থিতিতে পণ্যের মূল্য এমনভাবে বৃদ্ধির পাওয়ার কথা নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পণ্যের মূল্য বৃদ্ধির অজুহাতে বিরোধী পক্ষ আন্দোলন করলে তাদের কাউকে গ্রেফতার না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

রোববার (১৪ আগস্ট) সকালে গণভবনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন।

দলের সব শেষ সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন এবং শোকের মাসের পরে কর্মসূচী নির্ধারণ করতে সাংগঠনিক সম্পাদকদের সাথে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বৈঠক বসে।

বৈঠকের আগে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষে ভালো থাকলেই একটি পক্ষ চক্রান্ত শুরু করে। সেই চক্রান্ত এখনও চলছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বে মধ্য ও নিম্নবিত্ত মানুষই সমস্যায় আছে বলেও জানান শেখ হাসিনা।

বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলে বিরোধীপক্ষ সুযোগ নেবে, এমনটাই স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি। জানিয়েছেন, বিশ্ব বাজারে তেলের দাম কমলে তা দ্রুত সমন্বয় করার সিদ্ধান্তও সরকারের আছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট