দুর্যোগ থেকে বাঁচতে সিলেটে তওবা-ইস্তেগফার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২২

দুর্যোগ থেকে বাঁচতে সিলেটে তওবা-ইস্তেগফার ও দোয়া মাহফিল

Manual8 Ad Code

সকল দুর্যোগ, বিপদ-আপদ ও বালা মুসিবত থেকে মুক্তি পেতে শুক্রবার সিলেটে  তওবা-ইস্তেগফার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। বাদ আছর থেকে  নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাম মাঠে এ মাহফিল শুরু হয়। মাহফিল চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে। বরুণার পীর মাওলানা রশীদুর রহমান ফারুক এতে মোনাজাত পরিচালনা করেন। এতে নগরীর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

সাম্প্রতিক বন্যায় শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে নারী-শিশুসহ ৭৪ জন লোকের মৃত্যু হয়েছে। এছাড়া,গত জুন মাসে সিলেটে ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ ১৪৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।  সিলেটে ৬৭ বছরের মধ্যে গত ১৩ জুলাই সর্বোচ্চ ৩৮.৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এমন প্রেক্ষাপটে সিসিকের আয়োজনে শাহী ঈদগাহ ও হাজারীবাগ এলাকাবাসীর উদ্যোগে ও জালালাবাদ ইমাম সমিতির ব্যবস্থাপনায় ‘মহান আল্লাহর দরবারে তাওবা ইস্তেগফার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জালালাবাদ ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদ জানান, মাহফিলে দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস মুহাম্মদ বিন ইদ্রিস  লক্ষীপুরী, বরুণার পীর মুফতি রশিদুর রহমান ফারুক, দরগাহ মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মুহিবুল হক গাছবাড়ি, শায়খুল হাদীস মাওলানা নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, শায়খুল হাদীস মাওলানা মুফতি ওলিউর রহমান, জালালাবাদ ইমাম সমিতির সভাপতি প্রিন্সিপাল মাওলানা  মাওলানা মজদুদ্দীন আহমদ ও শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাদির বাগরখালী প্রমুখ আলেম বয়ান পেশ করেন। দোয়া মাহফিলে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিসিকের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ, আলেম-উলামাসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code


 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code