মজম্মিল আলী (সানু)’র অকাল মৃত্যুতে হলি সিলেট হোল্ডিং লিঃ এর স্মরণ সভা

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬

হলি সিলেট হোল্ডিং লিঃ এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মজম্মিল আলী (সানু)’র অকাল মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
নগরীর মিরবক্সটুলাস্থ সিলেট উইমেন্স মেডিকেল কলেজের কনফারেন্স রুমে হলি সিলেট হোল্ডিং লিঃ এর উদ্যোগে ১৯ ডিসেম্বর সোমবার দুপুরে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
হলি সিলেট হোল্ডিং লিঃ এর ভাইস চেয়ারম্যান বশির আহমদের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল আহাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক নূরুল ইসলাম খান (এনআই খান), সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডেসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফয়সল আহমদ, পরিচালক এমদাদ হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক ফখরুল ইসলাম, ডা. জিয়াউর রহমান চৌধুরী, পরিচালক সৈয়দ আব্দুল হান্নান, অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী, অধ্যাপক ডা. মো. শফিক আহমদ, অধ্যাপক ডা. শফিউল আজম, পরিচালক হাজী ইন্তাজ আলী, বাহা উদ্দিন, মখলিছুর রহমান, ডা. মুজিবুল হক চৌধুরী, নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ নিলীমা মজিদ, অধ্যাপক ডা. আব্দুস সালাম, অধ্যাপক ডা. আমজাদ হোসেন খান, অধ্যাপক ডা. নীগেম কুমার দাস চৌধুরী, পরিচালক হাজী আব্দুল বারি, খালেদ আহমদ, জামিল আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের উপপরিচালক ডা. আব্দুল মুনিম চৌধুরী প্রমুখ। সভা শেষে হাসপাতাল মসজিদে মজম্মিল আলী (সানু)’র আত্মার মাগফেরাত কামনা কওে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট