৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মে ২৪, ২০২২
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের জনজীবন বিপর্যস্ত হলেও এ নিয়ে ক্ষমতাসীন সরকারের কোন মাথা ব্যাথা নেই। তারা বন্যার্ত মানুষকে ত্রাণ না দিয়ে উল্টো পুলিশ দিয়ে লাঠিপেটা করেছে। এই সরকারের জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। ফ্যাসিস্ট সরকারের সীমাহিন জুলুম নিপীড়ন উপেক্ষা করে বিএনপি আর্ত মানবতার কল্যাণে পাশে রয়েছে। কিন্তু সরকার দলের মন্ত্রী এমপি ও নেতাকর্মীরা ত্রাণের নামে ফটোশেসনে ব্যস্ত রয়েছে। বিভিন্ন স্থানে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমছেনা। এদিকে সরকারের কোন দৃষ্টি নেই। মানবিক দৃষ্টিকোন থেকে হলেও অবিলম্বে বন্যার্তদের মাঝে পর্যাপ্ত ত্রাণ ও বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করুন। অন্যথায় জনতা সকল অন্যায় অপকর্মের সমুচিত জবাব দিতে বাধ্য হবে।
তিনি মঙ্গলবার সিলেট জেলা বিএনপির উদ্যোগে জৈন্তাপুর উপজেলা ৬টি ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও জৈন্তাপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, যে কোম্পানীগনজ ত্রাণ না দিয়ে উল্টো বন্যার্ত অসহায় মানুষের উপর নির্বিচারে লাঠিচার্জ করা হয়েছে। সেই জৈন্তাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে হাজারের বেশী পরিবারের মাঝে সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিএনপি সবসময় মানবতার পক্ষে আছে। আর আওয়ামীলীগের রাজনীতি লুটপাট ও জুলুম নিপীড়নের রাজনীতি। তারা জনকল্যানের বিপরীতে জনগণকে শোষন করে। যার বাস্তব প্রমাণ বন্যার্ত সিলেট অঞ্চলের মানুষের কাছে সরকারের তেমন কোন ত্রাণ তৎপরতা নেই। নামমাত্র ত্রাণ দিয়ে তারা বন্যার্ত মানুষের সাথে প্রতারণা করছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিল আহমদ,দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কোহিনুর আহমদ,জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সিনিয়র সহসভাপতি আব্দুল আহাদ,আব্দুল মুতিন সাবেক চেয়ারম্যান, এবিএম জাকারিয়া সাবেক আহবায়ক , সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, দেলোয়ার হোসেন দিলু, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিনিয়র যুগ্ন আহবায়ক সুহেল আহমদ, জালাল মেম্বার, আব্দুস শুকুর মেম্বার, আলমগীর সাবেক চেয়ারম্যান, হুমায়ুন কবির খান মেম্বার, উপজেলা ছত্রদলে সাবেক সভাপতি আবুল হাসিম, সুহেল আহমদ, সেলিম আহমদ আব্দল মান্নান, ইমন আহমদ ইমু, রুবেল আহমদ, সহ প্রমূখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D