লাক্ষাতুড়ায় চা শ্রমিকদের অবরোধ

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

সিলেটের লাক্ষাতুড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫০ ভাগ কোটা নিশ্চিত ও বেকারদের চাকুরীর দাবিতে প্রায় আড়াই ঘন্টা সিলে-ওসমানী বিমানবন্দর সড়ক অবরোধ করে রেখেছিলেন চা শ্রমিকরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে তারা আপাতত তাদের কর্মসূচী স্থগিত করেছেন।
শনিবার সকাল ১১টা থেকে তারা আন্দোলন শুরু করেন। এসময় রাস্তা অবরোধ করে তারা মিছিলে মিছিলে প্রকম্পিত করে তোলেন গোটা এলাকা। ব্যস্ত এ সড়কটির উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন।
প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলন স্থগিতের পরামর্শ দিলেও তারা তা শুনেননি।
পরে দুপুর দেড়টার দিকে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন তাদের বিষয়টি দেখবেন এবং রবিবার জেলা প্রশাসক অফিসে এ নিয়ে একটি সভায় আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট