শাবিতে ভর্তি শুরু আজ থেকে

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের সাক্ষাৎকার ছাড়াই সরাসরি ভর্তি প্রক্রিয়া আজ রোববার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হবে।
শনিবার ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, মেধা তালিকা অনুযায়ী ১৮ ডিসেম্বর সকাল নয়টা থেকে ‘বি’ ইউনিট (গ্রুপ-১) এর ১-৭০০ পর্যন্ত, ১৯ ডিসেম্বর সকাল নয়টায় একই ইউনিটের গ্রুপ-১ এর ৭০১-১১৫৯ পর্যন্ত এবং দুপুর ২টায় গ্রুপ-২ এর ১-৩০ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।
একই দিন বিকেল তিনটা থেকে ‘বি’ ইউনিটের অধীনে মেধাতালিকায় স্থান পাওয়া সব ধরনের কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।
অন্যদিকে ২০ ডিসেম্বর সকাল নয়টায় ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগে মেধা তালিকায় ১-২২৪ ও এগারটায় মানবিকের মেধা তালিকায় ১-৩১০ এবং দুপুর দুইটায় বাণিজ্যের মেধা তালিকার ১-৮৪ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।
ওই দিনই বিকেল চারটায় ‘এ’ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় মেধাতালিকায় স্থান পাওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট