বিজয়ের প্রথম প্রহরে সিলেট শহীদ মিনারে জনশ্রুত

প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৬

বিজয় দিবসের প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন হাজারো মানুষ। বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন। তারপর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমাণ্ড।

এরপর একে একে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতি, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর, বিএনপি সিলেট জেলা ও মহানগর, জাতীয় পার্টি, জাসদ, জিয়া পরিষদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, যুবদল, বাংলাদেশ ছাত্রলীগ জেলা ও মহানগর,  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা ও মহানগর, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, উদীচী শিল্পীগোষ্ঠী, সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট