সওদাগর টুলা সমাজ কল্যান সংস্থার উদ্যোগে পবিএ ঈদে মিলাদূননবী উদযাপন

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

সওদাগর টুলা সমাজ কল্যান সংস্থা উদ্যোগে পবিএ ঈদে মিলাদুননবী উপলক্ষে সওদাগর টুলা গরম দেওয়ান জামে মসজিদে মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার আহবায়ক আব্দুল কাহির, সদস্য বাবর আহমদ, দিলওয়ার হোসেন, ফয়জুল হাসান, আলী হোসেন হাসনু, আমিনুল হক সুমিত প্রমূখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট