সাংবাদিক মিঠুর ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

সাংবাদিক মিঠুর ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক একাত্তরের কথা’র স্টাফ ফটো সাংবাদিক মিঠু দাস জয়ের উপর মাদকসেবী ও ছিনতাইকারী কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (১৭ মার্চ) জেলা প্রেসক্লাবের সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এক বিবৃতিতে এই নিন্দা জানান।

এক যুক্ত বিবৃতিতে জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পেশাগত দায়িত্ব পালনকালে মিঠু দাস জয়ের উপর হামলাকারী চিহিৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন নিরাপদ করতে প্রশাসনের প্রতি তারা আহবান জানিয়েছেন।

উল্লেখ্য বুধবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টায় নগরের বন্দরবাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মিঠু দাস জয়ের উপর হামলা চালায় কয়েকজন মাদকসেবী ও ছিনতাইকারী। হামলার পর আহত সাংবাদিক মিঠুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট