২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২২
চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃতের সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমল প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে ছয় হাজারের অধিক মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় সোয়া ১৫ লাখে নেমে এসেছে।
সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল দক্ষিণ কোরিয়ায়। এ দিকে দৈনিক প্রাণহানির তালিকায় এখনো শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। আর প্রাণ হারানোদের তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে- ব্রাজিল, রাশিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো এবং জাপান। এতে বিশ্বব্যাপী করোনায় সংক্রমিতদের সংখ্যা ৪৫ কোটি ১০ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৬০ লাখ ৪৩ হাজারে পৌঁছে গেছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৫৯৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দুইশ কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬০ লাখ ৪৩ হাজার তিনজনে পৌঁছেছে।
নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৩১ হাজার ৯৪৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৬৯ হাজার কমেছে। এতে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪৫ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৮৩৭ জনে দাঁড়িয়েছে।
এ দিকে গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা দেখল দক্ষিণ কোরিয়ার জনগণ। একই সময়ে দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন তিন লাখ ৪২ হাজার ৪২৭ জন। আর মারা গেছেন ১৫৮ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে পূর্ব এশিয়ার দেশটিতে এ পর্যন্ত ৫২ লাখ ১২ হাজার ১১৮ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নয় হাজার ৪৪০ জন মৃত্যুবরণ করেছেন।
অন্য দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় এখনো শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। একই সময়ে মার্কিন ভূখণ্ডে নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ২০০ জন। আর মারা গেছেন এক হাজার ২৬৫ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত আট কোটি ১০ লাখ ৬৪ হাজার ১০৩ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে প্রাণ গেছে নয় লাখ ৮৯ হাজার ৪৭৩ জনের।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় কোভিড আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৬৪৫ জনের। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৬৭৫ জন। এছাড়া মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি ৭১ লাখ ৪০ হাজার ৬৯ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জনের।
এছাড়া পশ্চিম ইউরোপের দেশ জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এক লাখ ৯১ হাজার ৯৭৩ জন। আর মারা গেছেন ২১৬ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ইউরোপের দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ৩৩৬ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে এক লাখ ২৫ হাজার ৫১৫ জনের।
করোনায় সংক্রমিতদের দিক থেকে তৃতীয় ও প্রাণ হারানোদের সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬৫২ জন। আর নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৭৮ জন। অপর দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ৯১ লাখ ৯৪ হাজার ৪২ জনে দাঁড়িয়েছে। আর প্রাণ গেছে ছয় লাখ ৫৩ হাজার ৫৮৮ জনের।
করোনা ভাইরাসে সংক্রমিতদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন তিন হাজার ৭০২ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন চার কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৫৮৫ জন। এদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ১৫ হাজার ৪৯০ জন।
ব্রিটেনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬৭ হাজার ১৫৯ জন। আর মারা গেছেন ১২৩ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ইউরোপের দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৬২ হাজার ৪৮২ জনের। একই সময়ে স্পেনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৯৩৬ জন। আর মারা গেছেন ১৩৩ জন।
শেষ ২৪ ঘণ্টায় ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ২৪৩ জন এবং মৃত্যু হয়েছে ১৪৩ জনের। একই সময়ে অঞ্চলটির আরেক দেশ ইতালিতে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৮৩ জন। এদের মধ্যে মারা গেছেন ১৫৬ জন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৩৩৬ জন। আর মারা গেছেন ৩০৪ জন।
গেল এক দিনে ইউরোপীয় রাষ্ট্র ফ্রান্সে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ১৯০ জন। আর মারা গেছেন ১৫৫ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৩২ লাখ ৩৪ হাজার ৬২ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৩৯ হাজার ৭৭৩ জন। গত ২৪ ঘণ্টায় পূর্ব এশিয়ার দেশ জাপানে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৪১৬ জন। আর মারা গেছেন ২৩২ জন।
এছাড়া কোভিড সংক্রমিত হয়ে গত এক দিনে আর্জেন্টিনায় ৫৪ জন, পোল্যান্ডে ২৩৪ জন, ইরানে ১৭৩ জন, মালয়েশিয়ায় ১১৩ জন, রোমানিয়ায় ৬২ জন, হাঙ্গেরিতে ৫৪ জন এবং ফিলিপাইনে ১১০ জন মৃত্যুবরণ করেছেন। অন্য দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার মেক্সিকোতে মারা গেছেন ২৬৫ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন লাখ ২০ হাজার ১৬৬ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D