গোলাপগঞ্জ মুক্ত দিবস আজ

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৬

১৯৭১ সালের ১২ ডিসেম্বর বিকাল ৩টা ১৫মিনিটে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শত্রু মুক্ত হয়। দীর্ঘ ৯ মাস বাঙালী জাতি পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে লড়াই করে দেশ স্বাধীনের প্রায় ৪দিন আগে গোলাপগঞ্জ উপজেলা থেকে পাকিস্তানী হানাদার বাহিনীকে বিতাড়িত করে স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা গোলাপঞ্জ চৌমুহনীতে উড্ডয়ন করেন মরহুম বীর মুক্তিযোদ্ধা জিএন চৌধুরী হুমায়ূন।
১২ ডিসেম্বর গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের আয়োজনে দুপুর ২টায় সংসদ কার্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের করবে। উক্ত আনন্দ শোভাযাত্রায় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান সহ সর্বস্থরের দেশ প্রেমিক সচেতন নাগরিকদের যথাসময়ে মুক্ত দিবসের কর্মসূচীতে অংশগ্রহণের জন্য উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শফিকুর রহমান আহবান জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট