সাধারণ বাসিন্দাদের শহর ছাড়ার সুযোগ দিয়ে রাশিয়ার যুদ্ধবিরতি

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২

সাধারণ বাসিন্দাদের শহর ছাড়ার সুযোগ দিয়ে রাশিয়ার যুদ্ধবিরতি

Manual5 Ad Code

ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বৃহস্পতিবার মস্কোর স্থানীয় সময় বেলা ১০টায় এই যুদ্ধবিরতি ঘোষণা হয়। সাড়ে পাঁচ ঘণ্টার জন্য এই যুদ্ধবিরতি ঘোষণা করা হল।

সংবাদ সংস্থা এএফপি-র তথ্য অনুযায়ী জানা গেছে যে, আজভ সাগরের তীরের বন্দর শহর মারিউপোলের বাসিন্দাদের দেশ ছাড়ার সুযোগ দিয়ে সাময়িক ভাবে এই ঘোষণা করল রাশিয়া।

Manual8 Ad Code

শুধু মারিউপোল নয়, পাশাপাশি ভলনোভাখা শহরেও এই যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। চলতি সপ্তাহে বেলারুশে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের পরে রাজধানী কিভসহ ইউক্রেনের বিভিন্ন শহরের বেসামরিক বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে একমত হয়েছিল উভয় পক্ষ। তারই ভিত্তিতে মস্কোর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Manual2 Ad Code

দক্ষিণের শহর খারসেনের দখল নিলেও রুশ বাহিনী এখনও আরও দুটি গুরুত্বপূর্ণ বন্দর ওডেসা ও মারিউপোলকে দখল করতে পারেনি। ওই দুই শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমানহানায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবরও মিলেছে।


 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code