সিলেট কোম্পানীগঞ্জ সড়কে সিএনজি অটোরিক্সা ধর্মঘট, জনদুর্ভোগ চরমে

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৬

অবৈধ মোটর সাইকেল দ্বারা যাত্রী পরিবহনের প্রতিবাদে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর ডাকা সিএনজি অটোরিক্সা ধর্মঘটের ফলে মারাত্মক দূর্ভোগে পড়েছেন কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সালুটিকর সহ আশপাশ এলাকার বাসিন্দারা। এমনিতেই সিলেট কোম্পানীগঞ্জ ও ভোলাগঞ্জ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। যে কারনে দীর্ঘদিন ধরে উপরোক্ত এলাকার বাসিন্দারা মারাত্মক ঝুকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে আসছিলেন। তার উপর ঝুকিপূর্ণভাবে অবৈধ মোটর সাইকেল দিয়ে একটি মহল যাত্রী পরিবহনের যে তৎপরতা শুরু করেছেন তাতে করে সমস্যা আরো প্রকট হয়ে উঠেছে। সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ বলেছেন, চালকরা যথারীতি ট্যাক্স ও প্রয়োজনীয় ফি পরিশোধ করে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে যাচ্ছেন। সিলেট কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের দুরাবস্থার কারনে সময়ে সময়ে অনেক সিএনজি অটোরিক্সা কাদামাটি ও খানা-খন্দকে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব ক্ষয়ক্ষতির বোঝা মাথায় নিয়ে যাত্রী পরিবহণ করে যাচ্ছিলেন শ্রমিকরা। কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে ভারত থেকে আনা মোটর সাইকেল দিয়ে ভাড়ার বিনিময়ে যাত্রী পরিবহন করে যাচ্ছেন। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সিএনজি অটোরিক্সা চালকরা। এমতবস্থায় গত বৃহস্পতিবার অবৈধভাবে মোটর সাইকেল দিয়ে যাত্রী পরিবহনের প্রতিবাদে সিলেট কোম্পানীগঞ্জ সড়কে সিএনজি অটোরিক্সা চালকদের ধর্মঘট চলছিল। ধর্মঘটের ৪র্থ দিন রোববার বিকেলে সিলেট জেলা অটোরিক্সা-সিএনজি শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় হুশিয়ারী উচ্চারণ করে বলা হয় তাদের দাবি মেনে নেওয়া না হলে আজ সিলেট জেলা পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের আহুত সভা থেকে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট