নাচনকে গ্রেফতারের প্রতিবাদে মিফতাহ্ সিদ্দিকী’র নিন্দা ও মুক্তির দাবী

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৬

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচনকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মুক্তির দাবী জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। গতকাল রোববার সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের অগ্র সৈনিক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচনকে হয়রানি মূলক মিথ্যা মামলায় অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। তাঁকে গ্রেফতার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। গণতান্ত্রিক একটি দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিচয়ে সাদা পোশাকধারিরা এভাবে বেইআইনী ভাবে কাউকে আটক করা প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ । প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো উল্লেখ করেন, অবিলম্বে রেজাউল করিম নাচনকে মুক্তি দেয়া না হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি ও অঙ্গ সংগঠন। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট