৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২
চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃতের সংখ্যা ক্রমে বৃদ্ধি পেয়েছে। যদিও আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১১ হাজারের অধিক মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা সোয়া ২০ লাখের নিচে নেমে এসেছে।
সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল পশ্চিম ইউরোপের দেশ জার্মানিতে। এ দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় এখনো শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। আর প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে- ব্রাজিল, রাশিয়া, ভারত, স্পেন, পোল্যান্ড, মেক্সিকো, স্পেন এবং ইতালি। এতে বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্তের সংখ্যা ৪১ কোটি ৯৯ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৫৮ লাখ ৮০ হাজারে পৌঁছে গেছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ১১ হাজার ১৪২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় আড়াইশ বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৮ লাখ ৮০ হাজার ৪৭৭ জনে দাঁড়িয়েছে।
নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৮৯৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজারের বেশি কমেছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪১ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার ৮৯০ জনে পৌঁছেছে।
এ দিকে গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণ দেখল জার্মান জনগণ। একই সময়ে দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৭ হাজার ৬১৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৪৪ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ইউরোপীয় দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৩১ লাখ ৫৪ হাজার ৫৪১ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন এক লাখ ২১ হাজার ৪৪৭ জন।
অন্য দিকে শেষ এক দিনে বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্রের জনগণ। একই সময়ে মার্কিন ভূখণ্ডে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন দুই হাজার ১১৭ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত সাত কোটি ৯৯ লাখ ১২ হাজার ৪১০ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নয় লাখ ৫৫ হাজার ৪৩০ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রাশিয়াতে মারা গেছেন ৭৯০ জন এবং নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন এক লাখ ৮০ হাজার ৬২২ জন। এছাড়া মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫০২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৪৩ হাজার ১৭৩ জনের। একই সময়ের মধ্যে ইউরোপের দেশ স্পেনে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ২১৩ জন এবং প্রাণ গেছে ৩৬০ জনের।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণহানির সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ এক দিনে দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক হাজার ১২৯ জন এবং নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন এক লাখ ২৯ হাজার ২৬৬ জন। অপর দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৪৭৬ জনে দাঁড়িয়েছে। আর মারা গেছেন ছয় লাখ ৪১ হাজার ৯৯৭ জন।
করোনায় সংক্রমিতদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৯৬ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৭০৭ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চার কোটি ২৭ লাখ ৭৯ হাজার ২২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ১০ হাজার ৯৩৭ জন।
ব্রিটেনে গত এক দিনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫১ হাজার ৮৯৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮৩ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে যুক্তরাজ্যে এ পর্যন্ত এক কোটি ৮৪ লাখ ৯৯ হাজার ৫৮ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে এক লাখ ৬০ হাজার ২২১ জন রোগটির থাবায় মারা গেছেন। একই সময়ে ইউক্রেনে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৩০ জন এবং মৃত্যু হয়েছে ২৫৯ জনের।
শেষ ২৪ ঘণ্টায় ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯২ হাজার ৪০৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৫৮ জন। একই সময়ে অঞ্চলটির আরেক দেশ ইতালিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৮৯০ জন। আর মারা গেছেন ৩২০ জন।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় পশ্চিম ইউরোপীয় রাষ্ট্র ফ্রান্সে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯২ হাজার ৩৪৫ জন। আর মারা গেছেন ২৮৭ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ২০ লাখ ৬৮ হাজার ৬৩৫ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। আর এক লাখ ৩৬ হাজার ১৪২ জন মারা গেছেন। শেষ এক দিনে কলম্বিয়ায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন চার হাজার ১৩ জন এবং প্রাণ গেছে ১৪৭ জনের।
এছাড়া করোনায় সংক্রমিত হয়ে শেষ এক দিনে কানাডায় ১৩২ জন, পোল্যান্ডে ৩১৬ জন, আর্জেন্টিনায় ১৫৯ জন, ইরানে ১৮২ জন, গ্রিসে ৯৪ জন, জাপানে ২৫৩ জন, চিলিতে ২০১ জন, রোমানিয়ায় ১২২ জন, দক্ষিণ আফ্রিকায় ৪৩৫ জন, হাঙ্গেরিতে ১১৫ জন, ইন্দোনেশিয়ায় ২০৬ জন এবং ভিয়েতনামে ৯০ জন মৃত্যুবরণ করেছেন। অন্য দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মারা গেছেন ৫২০ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন লাখ ১৪ হাজার ১২৮ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D