সিলেটে টিলা কাটার অপরাধে ২জন আটক

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

সিলেট সদর উপজেলার বড়শালায় টিলা কাটার অপরাধে ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন, টিলাকাটার ঠিকাদার সেলিম ও শ্রমিক মান্নান। তাদের দুজনের বাড়ি এয়ারপোর্ট থানার বড়শালা এলাকায়।

ডিবি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট বড়শালা এলাকার হাউজিং কোম্পানি নেসারাবাদ হাউজিং এর ভেতর টিলাকাটার সময় সেলিম ও মান্নানকে আটক করা হয়। এ কোম্পানির মালিক বড়শালার বাসিন্দা বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী সাইফুল ইসলাম।

উল্লেখ্য, এ কোম্পানিটি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেই যাচ্ছে। গত সপ্তাহে বন ও পরিবেশ অধিদফতর কর্তৃক পরিচালিত মোবাইলকোর্ট এ কোম্পানিটিকে মোটা অংকের টাকা জরিমানা করে। এর পরও সেখানে টিলাকাটা বন্ধ হয়নি। ডিবি পুলিশ নূরুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় এলাকাবাসী জানায়, বড়শালা নেসারাবাদ হাউজিং টিলা কাটার অপরাধে ২ জনকে পুলিশ আটক করে। তারা আরও জানায় সিলেট সদর উপজেলার বাইশটিলায় টিলা কেটে ৩৬০ শতক জমি ভরাট করা হয়। ভ্রাম্যমাণ আদালত মাটি কাটার যন্ত্র জব্দ করে এবং টিলার ফটক সিলগালা করে। কিন্ত ঐ এলাকায় এখনও পাহার-টিলা কাটা বন্ধ হচ্ছেনা। বিষয়টি পুলিশকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।

পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বড়শালা নেসারাবাদ হাউজিং‘র উপর মামলা রয়েছে। টিলা কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট