২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬
রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর : সিলেটের জৈন্তাপুরে ৬ ডিসেম্বর পটকা মাছ (স্থানীয় নাম ফুটকরা মাছ) খেয়ে উপজেলাা বিভিন্ন গ্রামে প্রায় ৪৬ জন অসুস্থ হন। এ ঘটনায় ৬ ডিসেম্বর ৫জন এবং চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে আরো ১জন মৃত্যূরবন করে। বর্তমানে ৪১জন সিলেট শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। তাদের মধ্যে ৯ জনের আবস্থা আশংঙ্কা জনক বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। এক সাথে ৬ জনের মৃত্যুর ঘটনায় উপজেলা জুড়ে শোকের মাতম বইছে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে পটকা মাছ বাজারে বিক্রয় নিষিদ্ধ করে মাইকিং করা হয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়- গত ৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার দরবস্ত বাজার হতে বিভিন্ন গ্রামের লোকজন পটকামাছ ক্রয় করে বাড়ীতে নেন। রাতের খাবারে পটকা মাছ খেয়ে প্রথমে উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মাওলানা জয়নাল আবেদীন পেটের ব্যাথা অনুভব করেন। ঐ রাতেই তাকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন ৬ডিসেম্বর মঙ্গলবার সকালে একই পরিবারের সদস্য আব্দুর রহিম, সোলেমান হোসেন, লোকমান হোসেন সহ অন্যান্যরা পটকা মাছ খেয়ে অসুস্থ্য হয়ে পড়লে তাদেরকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিন দুপুরে দুপুরের দিকে অবস্থার অবনতি হলে তাদেরকে সিলেট এমএজি হাসপাতাল সহ সিলেট নগরীর বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। বিকাল ৪টার দিকে চিকিৎসাধিন অবস্থায় মারা যান দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামের আব্দুর রহিম (৬০), তার ছেলে সোলেমান হোসেন(৩০), লোকমান হোসেন (২৮), পার্শ্ববর্তী বাড়ীর সৌদী প্রবাসী আনিছুল হকের মেয়ে ২য় শ্রেণীর ছাত্রী মনি বেগম(১০) ও প্রথম শ্রেনীর ছাত্র রাহিম আহমদ(৮)। সর্বশেষ ৭ ডিসেম্বর বুধবার সকালে চিকিৎসাধিন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান উপজেলার চারিকাটা ইউনিয়নের থুবাং গ্রামের সোহা মিয়ার স্ত্রী সিফাতুন নেছা(৬০)।
জৈন্তাপুর উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান- দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল, লামা মহাইল, কুড়গ্রাম, গর্দ্দনা, বারগাতি, খলাগ্রাম, চারিকাটা ইউনিয়নের থুবাং, বনপাড়া গ্রামের আরও প্রায় ৪০জন শিশু, মহিলা, পুরুষ আক্রান্ত হয়ে সিলেট শহরের ওয়েসিস হাসাপাতাল, রাগিব রাবেয়া হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৯জন আইসিইউতে ভর্তি রয়েছে।
বুধবার বেলা ২টায় উত্তর মহাইল গ্রামের মাঠে নিহত ৫ জনের নামাজে জানাজা অনুস্টিত হয়। এতে কয়েক সহস্রাধীক মুসলী অংশ গ্রহন করে। নামাজে জানাজা শেষে আব্দুর রহিম(৬০), সোলেমান হোসেন(৩০), লোকমান হোসেন(২৮) এর দাফন সম্পন্ন করা হয়। তবে রাহিম আহমদ(৮), মনি বেগমের(১০) লাশ বাড়ীতে রাখা হয়েছে। খবর পেয়ে তাদে পিতা আনিছুল হক সৌদি আরব হতে ঢাকায় এসেছেন। তিনি বাড়ী পৌছার পর দ্বিতীয় নামাজে জানজার মাধ্যমে তাদের লাশ দাফন করা হবে।
এদিকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারিকাটা ইউনিয়নের থুবাং গ্রামের সোয়া মিয়া’র স্ত্রী সিফাতুন নেছার লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। রাত ১০টার মধ্যে সিফাতুন নেছার নামাজে জানাজা শেষে লাশ দাফন করা হবে বলে জানান নিহতের ভাই নুরুলাহ।
এদিকে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সব কয়েকটি বাজারে পটকা, পিরানহা, ফরমালিন যুক্ত এবং পচাঁ মাছ বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারী করে মাইকিং করা হচ্ছে। পটকা ট্র্যাজিডির ঘটনায় উপজেলা প্রশাসন শোক প্রকাশ করেন এবং অন্যান্য আক্রান্ত ব্যক্তিদের খোঁজ খরব নিচ্ছেন। এছাড়া আক্রান্ত পরিবারের সদস্যদের চিকিৎসার খরচ বহনের জন্য উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D