খাদিমপাড়া ইউনিয়ন কার্যালয়ে চালু হলো ফ্রি ওয়াইফাই

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৬

নিজাম ইউ জায়গীরদার : সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে সম্প্রতি ফ্রি ওয়াইফাই’র আওতাধীন হল, চালু হলো ফ্রি ওয়াইফাই জোন । বাংলাদেশে এই প্রথম কোন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চালু হলো ফ্রি ওয়াইফাই ।

তথ্য প্রযুক্তিতে অবাধ প্রবেশাধিকারে লক্ষ্যে ৪নং খাদিমপাড়া ইউনিয়নের জনসাধরণের জন্য  ফ্রি দ্রুতগতির ইন্টারনেট সেবা চালু করলেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ। এর আওতায় ইউনিয়ন কার্যালয় চত্বর ও আশপাশ এলাকায় এখন থেকে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবে ইউনিয়নবাসী।
এ উপলক্ষে ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এডভোকেট আফছর আহমদ বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারকে সহজতর করতে ডিজিটাল ইউনিয়নে দ্রুতগতির ফ্রি ইন্টারনেট সেবায় খাদিমপাড়া ইউনিয়ন আরো একধাপ এগিয়ে গেল। এ কার্যক্রম শুধু  ইউনিয়নের কার্যালয় চত্বরেই সীমাবদ্ধ থাকবে না। অচিরেই ওয়াইফাই ফ্রি ইন্টারনেটের আওতায় আসবে প্রতিটি ওয়ার্ড। পর্যায়ক্রমে সেবাটি ছড়িয়ে দেওয়া হবে পুরো ইউনিয়নে।

৪নং খাদিমপাড়া ইউনিয়নের কার্যালয় চত্বর অবস্থানকারী ল্যাপটপ কিম্বা  ইন্টারনেট সাপোর্টেড মোবাইল ফোনে s.net khadimpara.up.wifi নেটওয়ার্ক কানেক্ট করেই Wireless Fidelity ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ ইন্টারনেট সুবিধা ব্যবহার করে যে কেউ ফাইল, ফটো, কিংবা যে কোন ডকুমেন্টস আপলোড, ডাউনলোড অথবা শেয়ার করতে পারবেন অনায়াসেই।
ফ্রি ওয়াইফাই ইন্টারনেট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব অাব্দুল খালিক, ইউপি সদস্য অানোয়ার হোসেন অানু, মোঃ নিজাম উদ্দিন, বদরুল ইসলাম অাজাদ, মোঃ আব্দুল মছব্বির, মোঃ মলন, অালী আহমদ জাকেল, কবির অাহমদ, দেলোয়ার হোসেন, জুমেরা রহমান জবা, ফাতেমা অাক্তার পারুল, সাজেদা বেগম প্রমূখ ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট