মুরাদ বিদেশ যাবেন নাকি দেশে থাকবেন, সেটা তার ব্যাপার : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১

মুরাদ বিদেশ যাবেন নাকি দেশে থাকবেন, সেটা তার ব্যাপার : স্বরাষ্ট্রমন্ত্রী

ডা. মুরাদ হাসান বিদেশে চলে যাচ্ছেন এমন গুঞ্জনের ব্যাপারে বৃহস্পতিবার সাংবদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান বলেছেন, মুরাদ হাসান বিদেশ যাবেন নাকি দেশে থাকবেন, সেটা তার ব্যাপার। একইসাথে তিনি বলেছেন, হাসানের বিদেশ যাওয়ার ব্যাপারে কিছু নেই। খবর বিবিসির।

বাংলাদেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি মুরাদ হাসান দেশত্যাগের উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে। তিনি কানাডা যাচ্ছেন বলে জানা গিয়েছে।

বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মুরাদ হাসান রাত সাড়ে ন’টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এসেছেন। ঢাকা থেকে দুবাই হয়ে তিনি কানাডার ফ্লাইট ধরছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তিনি দেশ ছেড়ে কানাডা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন – এটা নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ একাধিক সূত্র। তারা বলছে, হাসান ইতোমধ্যে কানাডায় তার ঘনিষ্ঠ কয়েকজনের সাথে যোগাযোগ করে সেখানে যাওয়ার প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন।

ঢাকার বিভিন্ন পত্রিকায়ও খবর প্রকাশিত হয়েছে যে তিনি দু’একদিন মধ্যে কানাডা যাওয়ার জন্য ফ্লাইটের টিকেট কেটেছেন। মুরাদ হাসান এখন মন্ত্রী না থাকলেও এমপি রয়েছেন। ফলে লাল পাসপোর্ট তার আছে এবং তা নিয়ে তিনি বিদেশে যেতে পারবেন।

হাসান গত মঙ্গলবার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট