নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬

নবীগঞ্জ থেকে ছনি চৌধুরী : হবিগঞ্জের নবীগঞ্জ শহরতলীর রুদ্রগ্রাম বাউসা নাদামপুর রোডে লন্ডন প্রবাসীর রহিমা খাতুন ভিলায় ভাড়ায় বসবাসরত চারটি পরিবারের সদস্যদের জিম্মি করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা ।
স্থানীয় সূত্রে জানা যায়, রুদ্রগ্রাম বাউসা নাদামপুর রোডে লন্ডন প্রবাসীর রহিমা খাতুন ভিলায় দীর্ঘদিন ধরে চারটি পরিবার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে । সোমবার গভীর রাতে ১৮/২০ জনের একদল মুখোশধারী ডাকাতদল রহিমা খাতুন ভিলার কেচি গেইট ভেঙ্গে ঘরে প্রবেশ করে । বাসায় প্রবেশের পর ডাকাতরা বাড়ীর সবাইকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধেঁ মারপিট করতে থাকে । এক পর্যায়ে ডাকাতরা সবাইকে বাথরুমে নিয়ে আটকে রাখে। এসময় ডাকাতরা নগদ বিশ হাজার টাকা স্বর্ণালংকার, চারটি মোবাইল সেট ও অন্যান্য মালামাল সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই জয়ন্ত দাশ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ বাথরুম থেকে বাড়ির লোকজনকে উদ্ধার করে । পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ।
এদিকে ঘন ঘন ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে আতংক বিরাজ করছে। এলাকাবাসী গ্রামে আইন শৃংখলাবাহিনীর টহল জোরদার করার দাবী জানান।


mr-rifa

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট