যুক্তরাজ্য যুবদল নেতা মজনু মিয়া ওসমানী বিমান বন্দরে সংবর্ধিত

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬

1460২ ডিসেম্বর ২০১৬, শুক্রবা।। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা যুক্তরাজ্য প্রবাসী হাজী মজনু মিয়ার স্বদেশ আগমন উপলক্ষে গতকাল ১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্চের সামনে সদর দক্ষিণ উপজেলা যুবদলের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা শেষে বিমান বন্দর থেকে হাজী মজনু মিয়াকে মোটর শোভাযাত্রা সহকারে তেতলীস্থ নিজ বাড়ীতে নিয়ে যান। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন আলাইর সভাপতিত্বে ও সদর দক্ষিণ উপজেলা যুবদল নেতা মকসুদুল করিম নুহেলের পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী যুবদল নেতা হাজী মজনু মিয়া। বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি নেতা কামাল হাসান জুয়েল, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ,আব্দুল মুকিত সুমেল, উপজেলা যুবদল নেতা সামছুল ইসলাম টিটু, ছালেক আহমদ, এ.এস শামীম, আলী আহমদ, শাহীন আহমদ, রমজান আলী, মনাই খান মুন্না, ইমরানুজ্জামান, কাওছার আহমদ নামর, খালেদ আহমদ, রাজু আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাপ্পু আহমদ, আব্দুল মুকিত, মাছুম আহমদ, সাইদুল ইসলাম, শাম্মী আহমদ, মুজিবুর রহমান, জাবেদ আহমদ, জুয়েল আহমদ, মুহি উদ্দিন মুন্নান, মুরাদ আহমদ, শিপন আহমদ, মুন্না আহমদ, রেজা, ইমরান, মুহিবুর, মোস্তাক, জুবেল, বাদশা, শিরন, রুবেল, সামাদ, সিপু, জাকির, সাজিম, এমরান প্রমুখ।

সংবর্ধিত অতিথির বক্তব্যে যুক্তরাজ্য প্রবাসী যুবদল নেতা হাজী মজনু মিয়া বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন যুবদল, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রবাসে থেকেও শহীদ জিয়ার আদর্শের রাজনীতিকে লালন করে যাচ্ছি। সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে যুবদলের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট