১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬
এ কে এম গোলাম কিবরিয়া তাপাদারকে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। সোমবার শিক্ষামন্ত্রনালয়ের এক পরিপত্রের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়। ২১ নভেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হবে।
অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার ১৯৮৮ সালে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত ছিলেন। তিনি এর আগে কলেজ পরিদর্শক, সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার ১৯৫৯ সালের ৮ ফ্রেব্রুয়ারি সিলেটের বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহন করেন। তিনি গ্রামের স্কুল থেকে প্রাথমিক ও পিএইচজি হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D